মালদা

34 নং জাতিয় সড়ক অবোরধ করে ধিকার জানাল মালদা জেলা কংগ্রেস

মধ্য প্রদেশে বিগত বেশ কিছু দিন ধরে কৃষকদের বিখভ চলছে এবং এই বিক্ষোভ চরমে পৌছালে পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর অভিযোগ উঠে, এবং এই গুলিতে বেশ কিছু কৃষকের মৃত্যু হয় ও অগ্নি গর্ভ হয়ে উঠে মধ্যপ্রদেশ। 08617 তারিখে ভারতিয় জাতির কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধি মধ্যপ্রদেশের সেই সব নিহত কৃষদের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার পথে মধ্য প্রদেশের পুলিশ রাহুল গান্ধিকে গ্রেপ্তার করে রাহুল গান্ধির গ্রেফতার ও কৃষক মৃত্যুর প্রতিবাদে মালদার জেলা কংগ্রেস এর পক্ষ থেকে পুরাতন মালদার MLA অজুন হালদার, ইংরেজ বাজার মিনিউশিপালিটির কাউন শিলার নরেন্দ্র নাথ তেওয়ারি সহ কংগ্রেসের কর্মী বৃন্দ মিলে এক ধিকার মিছিল করে NH-34 অবরোধ করে মঙ্গল বাড়ির চৌরঙ্গি এলাকায়। 
                                      এর ফলে যানচলাচল বন্ধ হয়ে পড়ে 34 নং জাতিয় সড়কে, এবং চরম ভোগান্তিতে পড়তে হয় জাত্রি দের